বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দীঘিনালায় দুর্গাপূজা উপলক্ষ্য জোনের শুভেচ্ছা উপহার প্রদান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালায় দুর্গাপূজা উপলক্ষ্য জোনের শুভেচ্ছা উপহার প্রদান

সনাতন ধর্ম্বালম্বী সবচেয়ে বড় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে খাগড়াছড়ি দীঘিনালা জোনের বেঙ্গলের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। 

শনিবার (১২ অক্টোবর) উপজেলা পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাতন ধর্ম্বালম্বীদের মধ্যে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদান করেন দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক পিএসসি। 

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসা মেজর  মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা প্রমুখ। 

পরে দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক উপজেলা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির শুভেচ্ছা বিনিময় শেষে উপহার হিসেবে মিষ্টি প্রদান করেন। 

টিএইচ