মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

দীঘিনালায় দেড় হাজার কৃষকের মধ্যে ধান বীজ বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

দীঘিনালায় দেড় হাজার কৃষকের মধ্যে ধান বীজ বিতরণ

কৃষিই সমৃদ্ধি ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমী বোরো ধানের হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে বীজ বিতরণের উদ্বোধন করেন ইউএনও মো. মামুনুর রশীদ। 

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা উপসহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা পরেশ চাকমা, উপসহাকরী কৃষি অফিসার সুপন চাকমা প্রমুখ। 

এসময় ইউএনও বলেন, উচ্চ ফলনশীল ধান বীজ নিয়ে কৃষি অফিসের পরামর্শমত চাষ করলে ধানের ফলন অবশ্যই ভালো হবে। তবে তামাক ছেড়ে বিভিন্ন ফসল চাষ করলে কৃষি অফিস থেকে তাকে অগ্রাধিকার দিবে। 

এতে উপজেলা দেড় হাজার কৃষকে ২কেজি খরিপ-২ মৌসুমে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমী বোরো ধানের হাইব্রিড জাতের ধান বীজ প্রদান করা হয়। 

টিএইচ