বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দীঘিনালায় পিতার ছুরিকাঘাতে পুত্রের মৃত্যু

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি 

দীঘিনালায় পিতার ছুরিকাঘাতে পুত্রের মৃত্যু

খাগড়াছড়ি দীঘিনালায় পিতার ছুরিতাঘাতে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহিন আলম (১৪) মারা যায়।

পারিবারিক সূত্রে জানাযায়, গত ২০মে রাতে কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়ার নকশী পল্লী রেস্টুরেন্ট সামনে মো. শাহিন আলমকে পিতা আবু হানিফ মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  এতে ছেলে শাহিনের পেটে মারাত্মক জখম হয়। 

পরে আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সব নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১০ দিন চিকিৎসার পর বাড়ি আনা হলে গত শনিবার তিনি মারা যান।

নিহত মো. শাহিন আলমের মামা মো. হাবিব বলেন, আমার বোনের সাথে শাহিন আলমের বাবার বিবাহ বিচ্ছেদ হয় প্রায় ৮-৯ বছর। বিবাহ বিচ্ছেদের পর আমার বোন দিনমজুরের কাজ করে আমার বোন দুই মেয়ে এক ছেলেকে লালন পালন করে বড় করে। 

তাদের পিতা হানিফ মিয়া কোন খোঁজখবর নিত না এবং কোন খরচ দিত না। কিন্তু ছেলেকে তার বাবা নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় জোর করত কিন্তু ছেলে তার পিতার সাথে থাকবে বলে দেয়। মার কাছে থাকবে। 

এই কারণে ছেলেকে জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য গত ২০ মে রাতে নকশী পল্লীর সামনে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরি দিয়ে পেটের দুই পাশে ও দুই পায়ে আঘাত করে। এতে পেটের ভুঁড়ি বেরিয়ে আসে। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়, গত ৩০ মে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যায় মারা যায়।

এ ব্যাপারে দীঘিনালা থানার এসআই প্রেমানন্দ জানান, ঘটনার পর পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছেন।

টিএইচ