বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত নলকূপ জীবাণুমুক্তকরণ কার্যক্রম শুরু

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত নলকূপ জীবাণুমুক্তকরণ কার্যক্রম শুরু

খাগড়াছড়ি দীঘিনালায় বন্যায় পানিতে ঢুবে ক্ষতিগ্রস্ত গভীর/অগভীর নলকূপ পানি জীবাণুমুক্তকরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। 

বোয়ালখালী ইউনিয়ন এলাকা থেকে বন্যায় পানিতে ঢুবে যাওয়া গভীর/অগভীর নলকূপ পানি বিশুদ্ধকরণ কার্যক্রম উদ্বোধন করেন দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সরকার। বন্যায় উপজেলার ৫টি ইউনিয়নে গভীর/অগভীর ৫১৫টি নলকূপ, ৯৫টি রিংওয়েল ও ৭৪২টি ল্যাটিন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক হিসেবে কাজ করবেন মেরুং ও বোয়ালখালী ইউনিয়নের মো. আব্দুলাহ খান। কবাখালী ইউনিয়নের হিসেবে কাজ করবেন মেকানিক মংথোতাই মারমরা, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত নলকূপ পাপেল চাকমা ও থোয়াইচিং মং চৌধুরী। 

কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকার মোছা. সুফিয়া বেগম বলেন, বন্যার পানি ঢুকে পলি মাটিতে সাম্বারসিয়াল নলকূপে পানি গোলা ও গন্ধ হয়ে যায় জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক এসে বিলিচিং পাউডার দিয়ে জীবাণু মুক্ত করে দিয়েছে। 

দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মেরুং, বোয়ালখালী ও কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের মোট নলকূপ ৫১৫টি ও রিংওয়েল ৯৫টি নলকূপ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মেকানিক দিয়ে এসব ক্ষতিগ্রস্ত নলকূপগুলো দ্রুত বিলিচিং পাউডার দিয়ে জীবাণু মুক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে। 

টিএইচ