মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
The Daily Post

দীর্ঘদিন বন্ধ থাকা কিশোরগঞ্জ প্রেস ক্লাব খুলে দিয়েছে শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

দীর্ঘদিন বন্ধ থাকা কিশোরগঞ্জ প্রেস ক্লাব খুলে দিয়েছে শিক্ষার্থীরা

দীর্ঘদিন বন্ধ থাকা কিশোরগঞ্জ প্রেসক্লাব খুলে মুক্ত করে দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গত শুক্রবার সন্ধ্যায় তারা প্রেস ক্লাবের মূল ফটকের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আহ্বানে জেলার বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও সেখানে উপস্থিত হন।

পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে ক্লাবের কনফারেন্স রুমে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে প্রেস ক্লাব ভাঙচুরের নিন্দা জানানো হয়।

তারা বলেন, আমরা বৈষম্য ভাঙতে আন্দোলন করেছি। প্রেস ক্লাবে বৈষম্য থাকুক, সেটা শিক্ষার্থীরা চায় না। ক্লাব খুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমন। তিনি বলেন, শিক্ষার্থীরা এসে প্রেস ক্লাব খুলে দিয়ে গেলো। আজ থেকে দলমত নির্বিশেষে সাংবাদিকদের প্রেস ক্লাবে বসে কাজ করার আহ্বান জানাচ্ছি আমরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত জাহান তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন কিশোরগঞ্জ প্রেস ক্লাবে তালা ঝুলছে। এই ক্লাব সাংবাদিকদের জায়গা। এখানে পেশাদার সাংবাদিকরা নিয়মিত বসবেন, এটাই আমাদের প্রত্যাশা।

২০২০ সালে কিশোরগঞ্জ প্রেস ক্লাব সিলগালা করে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ক্লাবের কার্যকরী কমিটি নিয়ে একটি মামলা আদালতে চলমান আছে। মামলার বিষয় আদালত দেখবে বলে উল্লেখ করেন শিক্ষার্থী রাকিব মাহমুদ। তবে আইনি মীমাংসা হওয়ার আগে এই ক্লাব খোলা রাখা উচিত বলেই মনে করেন তিনি।

মামলার বিষয়টি সুরাহা হওয়ার পর পেশাদার সব সাংবাদিককে ক্লাবের সদস্য করে নেয়ার আহ্বান জানিয়েছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমন।

কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন জিহাদ, আরিফ, হূদয়, নুসরাত জাহান, মোছা. রাবেয়া, তামান্না, স্বর্ণা, আফসানা, মো. আনোয়ার হোসেন, মো. রুবেল মিয়াসহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।

শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের কিশোরগঞ্জ প্রতিনিধি মো. আল আমিন, চ্যানেল আই ও জাগো নিউজের জেলা প্রতিনিধি এসকে রাসেল, এখন টিভি ও ঢাকা মেইলের প্রতিনিধি মশিউর কায়েস, হাওর টাইমসের সম্পাদক খাইরুল ইসলাম, বিজয় টিভি ও দৈনিক কালবেলার মো. শরফ উদ্দিন (জীবন), দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার ও জনবানীর প্রতিনিধি শরীফুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। সাংবাদিকদের মধ্যে সমন্বয় করার জন্য মো. আল আমিনকে দায়িত্ব দেয় শিক্ষার্থীরা।

টিএইচ