বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

দুই জেলায় দুই নারী হজযাত্রীসহ নিহত চার

নিজস্ব প্রতিবেদক

দুই জেলায় দুই নারী হজযাত্রীসহ নিহত চার

সাতক্ষীরার আশাশুনিতে দুই নারী হজযাত্রী এবং চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারী হজযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার  (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় এলাকায় দুর্ঘটনা ঘটে। আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী এ তথ্য জানিয়েছেন। নিহতরা হলেন, পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন ও লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম। আহতরা হলেন, গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান, তার স্ত্রী রেশমা খাতুন এবং আবদুস সামাদ গাজীর ছেলে হুমায়ুন কবির। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার  (২৩ ফেব্রুয়ারি) পাইকগাছা থেকে আসা ওমরা হজযাত্রীবাহী একটি ইজিবাইক নওয়াপাড়ায় পৌঁছাতেই বিপরীত থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ ঘটে। ইজিবাইকে থাকা হজযাত্রী ফজিলা খাতুন ও আছিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুক্ষণ পর আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়েছে। দুই চালকের কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকে অভিযান চলছে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় খায়রুন নেসা (৬০) ও রাফি (৮) নামে এক শিশু নিহত হয়েছেন। নারী নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার  (২৩ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট মালোপাড়া উপশহর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বালুভর্তি ট্রাকের নিজে চাপা পড়ে খায়রুন নেসা ঘটনাস্থলেই মারা যান। নিহত খায়রুন নেসা চাঁইপাড়া নিমগাছী এলাকার রুহুল আমিনের স্ত্রী। এ ঘটনায় রজব আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক রজব আলী জেলার সদর উপজেলার গোহালবাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে খায়রুন নেসা নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শহরের শিবতলা মোড় এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা মো. রাফি (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেন। পরে রাজশাহী নিয়ে যাবার পথে শিশু রাফির মৃত্যু হয়। নিহত রাফি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর গ্রামের মো. কাওসারের ছেলে। এ দিকে শিশু মৃত্যুর ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়াক অবরোধ করে স্থানীয়রা। এ সময় সড়কের দুই পাশে বেশ কিছু  গাড়ি আটকা পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

টিএইচ