কিশোরগঞ্জ জেলা যুবলীগের অন্তর্গত ১৩ টি উপজেলা ও পৌর কমিটিগুলোর মেয়াদ প্রায় দুই দশক আগে শেষ হলেও এখনো পর্যন্ত উপজেলা বা পৌর কমিটিগুলো গঠন হচ্ছে না। কোন কোন উপজেলা বা পৌর কমিটি দুই দশক পেরিয়ে তিন দশকের কাছাকাছি সময় পার হয়েছে, তবুও মিলছে না নেতাকর্মীদের দলীয় পরিচয়।
যার ফলে মুখ থুবড়ে পড়েছে দলীয় সাংগঠনিক কার্যক্রম। হতাশ হয়ে যুবলীগের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক নেতাকর্মী। কারণ নতুন কমিটি হচ্ছে না হরহামেশায়। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েও কার্যক্রম ঝিমিয়ে পড়ায় আশাহত হয়েছে নেতাকর্মীরা। যার ফলে সাংগঠনিক অবস্থা দিন দিন নাজুক হচ্ছে তৃণমূলে।
জানা যায়, গত ২০২২ সালের ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত জেলা যুবলীগের অন্তর্গত গুরুত্বপূর্ণ চারটি ইউনিটের উপজেলা ও পৌর যুবলীগের আহ্বায়ক/যুগ্ম আহ্বায়ক পদ প্রত্যাশীদের সিভি আহ্বান করে কেন্দ্রীয় যুবলীগ। ইউনিটগুলো হচ্ছে, কিশোরগঞ্জ পৌর যুবলীগ, নিকলী উপজেলা যুবলীগ, হোসেনপুর উপজেলা যুবলীগ ও কুলিয়ারচর উপজেলা যুবলীগ। এ চারটি ইউনিটের পদপ্রত্যাশীরা গত ২০২২ সালের ৭-৯ ডিসেম্বর দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে কেন্দ্রে সিভি জমা দেয়।
এ ইউনিটগুলোর মধ্যে কিশোরগঞ্জ পৌর যুবলীগের প্রায় ২৮ বছর যাবত কমিটি নেই। নিকলী উপজেলায় সর্বশেষ কমিটি হয়েছিলো প্রায় ৩০ বছর আগে। এরপর আর কোন কমিটি গঠিত হয়নি। তাই গুরুত্বপূর্ণ চারটি ইউনিট কমিটিগুলো গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় সিভি আহ্বান করে জেলা যুবলীগের মাধ্যমে কেন্দ্রে সিভি নেয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছিলো। কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও এখনো এ ইউনিট কমিটিগুলো ঘোষণা করা হয়নি।
যার ফলে হতাশা ব্যাক্ত করেছেন নেতাকর্মীরা। অনেকে যুবলীগের আশা ছেড়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন রাজনীতি থেকে। তাই দলীয় নেতাকর্মীদের দাবি অচিরেই যেন জেলা যুবলীগের অন্তর্গত যে চারটি ইউনিটের পদপ্রত্যাশীদের সিভি জমা নেয়া হয়েছে সে কমিটিগুরোসহ বাকি ইউনিটের কমিটিগুলোও যেন দ্রুত দেয়া হয়। তা না হলে স্থবির হয়ে পড়া যুবলীগের বিভিন্ন ইউনিটের কার্যক্রম গতিশীল হবে না বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। এর প্রভাব পড়বে সাড়া জেলায়।
জানা যায় কিশোরগঞ্জ পৌর যুবলীগের কমিটির জন্য আহ্বায়ক পদে ১৭ জন ও যুগ্ম আহ্বায়ক পদে ২৫ জন সিভি জমা দেয়। এছাড়াও নিকলী উপজেলা যুবলীগের আহ্বায়ক পদে ৬ জন এবং যুগ্ম আহ্বায়ক পদে ৪২ জন সিভি জমা দিয়েছে। অন্য উপজেলা ও ইউনিট কমিটিগুলোর জন্যেও একই ক্রাইটেরিয়ায় সিভি জমা দেয় পদপ্রত্যাশীরা।
কিন্তু সিভি নেয়ার ১ বছর পেরিয়ে গেলেও এখনো কোন ইউনিট কমিটি ঘোষণা করা হয়নি। যার ফলে দায়সারাভাবে দলীয় কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা। তাই জেলা যুবলীগকে চাঙ্গা করতে সিভি জমাকৃত চারটি ইউনিট কমিটিসহ বাকি ইউনিট কমিটিগুলো দ্রুত ঘোষণা দেয়ার দাবি জানিয়েছে যুবলীগের তৃণমূলের নেতাকর্মীরা।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল বলেন, ইউনিট কমিটিগুলো দেয়ার জন্য আমরা কেন্দ্রে যাবো। আশা করি অতি দ্রুতই কমিটিগুলো হয়ে যাবে।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু বলেন, কয়েকদিন হলো জাতীয় নির্বাচন গিয়েছে। এখন নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। আশা করি অতি দ্রুতই মেয়াদউত্তীর্ণ কমিটিগুলো নতুন করে দেয়া হবে।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল বলেন, আরো কিছু সময় লাগবে মেয়াদউত্তীর্ণ কমিটিগুলো গঠন করতে।
টিএইচ