বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ: আটক ১

চট্টগ্রাম ব্যুরো

দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ: আটক ১

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় দুই নারীকে পথ গতিরোধ করে তুলে নিয়ে গিয়ে নির্জন জায়গায় দর্শন করেন দুই যুবক। পরে এদের বিবস্ত্র ভিডিও চিত্র ধারণ করে টাকা দাবি করেন। এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হলে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে আটক করা হয়েছে অভিযুক্ত কায়সারকে।

জানা গেছে, প্রথমে রাস্তা থেকে দুই নারীকে তুলে নিয়ে পরিত্যক্ত ঘরে ধর্ষণ। এরপর বিবস্ত্র অবস্থায় ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করা হয় মোটা অংকের টাকা। গত ২৫ সেপ্টেম্বর পাশবিক নির্যাতনের শিকার হন লোহাগাড়ার এই দুই নারী। ঘটনা দিন সকাল ১১টার দিকে বিদ্যুৎ বিল দিয়ে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন দুই নারী। তখন বড়হাতিয়ার মালপুকুরিয়া ব্রিজের সামনে পৌঁছালে তাদের গতিরোধ করে স্থানীয় যুবক কায়সার এবং জালাল উদ্দিন। জোর করে তাদের তুলে নিয়ে যায় স্থানীয় তৈয়বের পাড়ায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে।

ভুক্তভোগীদের দাবি, সেখানে তাদের দুজনকে ধর্ষণ করে অভিযুক্ত কায়সার এবং জালাল উদ্দিন। বিবস্ত্র করে ধারণ করে ভিডিও। এরপর থেকেই সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করা হয় মোটা অংকের টাকা। ভুক্তভোগী দুজনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলের ওসিসিতে।

চিকিৎসকরা বলছেন, প্রাথমিকভাবে পরীক্ষায় পাওয়া গেছে ধর্ষণের আলামত। ধারণ করা সেই ভিডিও উদ্ধারে চেষ্টা চলছে বলে জানালেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

কেএস