সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দুই সন্তানসহ ট্রেনের নিচে মায়ের ঝাঁপ, বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দুই সন্তানসহ ট্রেনের নিচে মায়ের ঝাঁপ, বাবা গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের শিশু সন্তানটিও মারা গেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টা ২০ মিনিটে বুড়িমারী ইউনিয়নের দর্জিপাড়া এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৬) ও কন্যা শিশু তাসমিরা তাবাসুম তাসিন (৫)। এ সময় তিন বছরের শিশু সন্তান তৌহিদ গুরুতর আহত হয়। তৌহিদকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মৃত সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের রহমানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সুমি আক্তারের স্বামী ও শাশুড়িকে আসামি করে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন সুমি আক্তারের বাবা আজিজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে-মেয়েকে নিয়ে অটোরিকশায় করে বুড়িমারীর দিকে যান সুমি আক্তার। তারা বুড়িমারী ঘুন্টি নামকস্থানে ছেড়ে দিয়ে বুড়িমারী রেললাইনে যান। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী বুড়িমারী কমিউটার ট্রেনের সামনে ছেলে-মেয়েকে নিয়ে ঝাঁপ দেন সুমি আক্তার।

ঘটনাস্থলের কয়কজন জানান, শীতের কুয়াশার কারণে রেল লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের ঠিকমতো দেখা যাচ্ছিল না। ওই সময় কোনো পুরুষ ছিল কিনা তাও কুয়াশার কারণে দেখা যায়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ধারনা করা হচ্ছে দুই শিশু সন্তানকে নিয়ে সুমি আত্মহত্যা করতে ট্রেনের নিচে ঝাঁপ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে স্বামী রাশেদুজ্জামানের সঙ্গে ঝগড়া হয় তার। ওপর একটি সূত্রে জানা গেছে ঝগড়ার একপর্যায়ে সুমির শাশুড়ী (রাশেদুজ্জামানের মা) সুমিকে মারধরও করেছিলেন। সকালে ওই ঘটনার জের ধরে ছেলে-মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সুমি।

লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান রাশেদুজ্জামান সদর রেলওয়ে থানায় আছেন। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে। এ মামলার অপর আসামি সুমি আক্তারের শাশুড়ী রাশেদা বেগমকে গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ