বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলে নাবিক সাব্বিরকে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলে নাবিক সাব্বিরকে

সোমালিয়ার জলদস্যুদরে হাতে জিম্মি টাঙ্গাইলরে নাবিক সাব্বিরের বাড়িতেঈদের আনন্দ। মুক্ত হওয়ার পর থেকেই তাকে কাছে পাওয়ার অপেক্ষা করছিল সাব্বিরের বৃদ্ধ মা-বাবা বোন বন্ধুসহ স্বজনরা। দুধ দিয়ে গোসল করিয়ে ঘরেতুলেনেন নাবিক সাব্বিরকে।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর গত বৃহস্পতিবার টাঙ্গাইলের আদালত পাড়ার বোনের বাসায়উঠলেন সাব্বির।

সাব্বির জানায়, এখন ছাড়া পেয়ে সেই ঈদের আনন্দটাই আল্লাহ যেন এখন দিয়েছে।আমাদের ফিরিয়ে আনতে সিও স্যারসহ যারা গুরুত্বর্পূণ ভুমিকা রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে পরিবারে সাব্বিরকে পেয়ে তাদের মধ্যে ঈদের উৎসব আমেজ বিরাজ করছে। সাব্বির ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন বন্ধু ও প্রতিবেশিরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।সাব্বিরের বোন মিতু আক্তার জানান, এখন আমার ভাই ফিরে এসেছে, আমরা অনেক খুশি।

টিএইচ