বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেসক্লাবের নিন্দা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেসক্লাবের নিন্দা

পটুয়াখালীর দুমকিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেনকে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকলেও ষড়যন্ত্রমূলক আসামি করে মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদকর্মীরা। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রেসক্লাব দুমকির সভাকক্ষে এ নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাব দুমকির সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা প্রকৌশলী মো. কামাল হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম রন্টি বক্তব্য দেন।

টিএইচ