মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

দুর্গাপুরে আ. লীগের কর্মী সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে আ. লীগের কর্মী সমাবেশ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আ.লীগের আয়োজনে দলের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে শুক্রবার (১৯ এপ্রিল) সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে এমপির ব্যক্তিগত উদ্যোগে উপহার বিতরণ শেষে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আ.লীগ সভাপতি ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বিক্তব্য রাখেন, নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি মোহাম্মদ মোশতাক আহমেদ রুহী। 

অন্যদের মধ্যে, পৌরমেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ ম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার.) পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খানসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলার মানুষ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আ.লীগকে ক্ষমতায় এনেছেন। আপনাদের সঙ্গে নিয়ে নেত্রকোনা-১ আসনকে নতুনভাবে সাজাতে চাই। 

টিএইচ