নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সীমান্তঘেঁষা দুর্গাপুর সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্ছু মিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্গাপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব ইমাম হাসান আবুচান, সুশীল সমাজের প্রতিনিধি এমএ জিন্নাহ, মিডিয়া প্রতিনিধি সাবেক সভাপতি দুর্গাপুর প্রেস ক্লাব এস এম রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হ্নদয় আহাম্মদ, আহ্বায়ক ইউনিয়ন বিএনপি মো. ফজলুল হক, সদস্য সচিব বোরহান উদ্দিন, মাদ্রাসার প্রধান শিক্ষক ছফির উদ্দিন প্রমুখ।
এতে মাদক, চোরাকারবারি রোধে ব্যাপক আলোচনা করাসহ বাস্তবায়নে জোর দেন এসপি। এছাড়া স্থানীয় জনসাধারণের মধ্য থেকে বহুবিদ সুপারিক তুলে ধরা হয় অনুষ্ঠানে।
টিএইচ