বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

দুর্গাপুরে ফার্মের কর্মচারীকে খুন করে গরু নিয়ে গেলো দুর্বৃত্তরা

নেত্রকোনা প্রতিনিধি  

দুর্গাপুরে ফার্মের কর্মচারীকে খুন করে গরু নিয়ে গেলো দুর্বৃত্তরা

নেত্রকোনার দুর্গাপুরে মো. জয়নাল মিয়া নামের এক ফার্ম কর্মচারীকে ঘরের খুটির সঙ্গে বেঁধে রেখে ৭টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা নামক এলাকার মাহবুবুল হকের ফার্মে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল মিয়া উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা ও গত দুই মাসের বেশি সময় ধরে এ ফার্মে কাজ করছিলো। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া এ ফার্মে পাহারাদার হিসেবে কাজ করতো। সে ছাড়াও আরও দুজন কর্মচারী এখানে কাজ করে। গত বুধবার রাতে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যায়।

পরে বৃহস্পতিবার (৬ মার্চ) হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে তাকে খোঁজ করলে এক পর্যায়ে গরুর খড়ের ঘরের পালার সঙ্গে বাঁধা মৃত অবস্থায় দেখতে পায়। পরে তিনি ফার্মের মালিকসহ সবাইকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ফার্মের মালিক মাহবুবুল হক জানান, ১১টির গরুর মধ্যে ৭টি গরু নিয়ে গেছে এবং কর্মচারী জয়নালকে কে বা কারা মেরে ফেলেছে। কারা করেছে এমন ঘটনা বুঝতে পারছেন না তিনি। নিহত জয়নাল মিয়ার ছেলে জালাল উদ্দিন বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরেই এ মালিকের ফার্মে কাজ করছে।

সকালে এখান থেকে আমাদের ফোন দিয়ে জানায়, বাবাকে মেরে ফেলেছে এ খবর শুনে আসি আমরা। এইটুকুই জানি। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম বলেন, ধারনা করা হচ্ছে গত রাত দশটার পর হতে যেকোনো সময়ে এ ঘটনাটি ঘটেছে ও শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে।

টিএইচ