বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুর্নীতির অভিযোগে যশোর জেনারেল হাসপাতালের স্টোরকিপার বদলী

যশোর প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে যশোর জেনারেল হাসপাতালের স্টোরকিপার বদলী

অবশেষে যশোর জেনারেল হাসপাতালের দুর্নীতিবাজ আলোচিত স্টোর কিপার সাইফুল ইসলামকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। 

গত মঙ্গলবার তিনি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। স্বাস্থ্য বিভাগ খুলনার বিভাগীয় পরিচালক ডাক্তার মো. মনজুরুল রশিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে মনিরামপুর বদলী করা হয়।

যশোর হাসপাতাল সূত্রে জানা গেছে,  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আলোচিত স্টোরকিপার মো. সাইফুল ইসলামকে জনস্বার্থে বদলীর আদেশ দিয়েছেন। গত ৯ এপ্রিল স্বাক্ষরিত আদেশে এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।

স্টোরকিপার সাইফুল ইসলাম চাকরি জীবনে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। দুর্নীতির কারণে সেখান থেকে তৎকালীন যশোর সিভিল সার্জন আতিকুর রহমান তাকে বদলীর সুপারিশ করেন। তাকে ওই সময় বাগেরহাটে বদলী করা হয়।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনের পর গত ১৪ মার্চ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর ৩ আসনের এমপি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি কাজী নাবিল আহম্মেদ। সভায় দুর্নীতিবাজ স্টোরকিপার সাইফুল ইসলামকে নিয়ে নানা অভিযোগ করা হয়। এক পর্যায়ে সভার সভাপতি কাজী নাবিল আহম্মেদ এমপি স্টোরকিপারকে বদলীর সিদ্ধান্ত দেন। 

হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ ২৭ মার্চ স্টোরকিপার সাইফুল ইসলামকে বদলীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যের খুলনা বিভাগীয় পরিচালককে অবগতির জন্য প্রেরণ করা হয়। 

টিএইচ