শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

দেবহাটায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার দেবহাটায় ৬ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা মামলায় ওমর ফারুক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক যুবক উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলী গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবহাটা থানায় (নং-০৮) মামলা করলে গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। 

ভিকটিম শিশুর বাবা জানান, তার শিশুকন্যা (৬) বসন্তপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। গত শুক্রবার জুম্মার নামাজের পূর্বে নানাবাড়ি থেকে পায়ে হেটে পার্শ্ববর্তী খালাবাড়িতে যাচ্ছিল। 

এসময় শিশুটিকে একা পেয়ে ওমর ফারুক স্থানীয় এক বাগানের পুকুর পাড়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ধর্ষণে ব্যার্থ হয়ে শিশুটিকে হত্যার চেষ্টাও করে সে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক।

 দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, শিশু ধর্ষণচেষ্টা মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 

টিএইচ