সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দেবহাটায় ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষণা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষণা

দেবহাটার এরিয়া প্রোগ্রামের আওতায় ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দেবহাটা হাইস্কুল মাঠে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন কর্তৃক পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় ওই সদস্যদের গ্রাজুয়েশন ঘোষণা করা হয়। 

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। 

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রভাষ মণ্ডল।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান। শুভেচ্ছা বক্তব্য দেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিস্ট মামুন হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষণা করেন। একই সাথে সরকার কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশের রূপকল্প ২০৪১ এর জন্য শিশুদের প্রস্তুত করার ব্যাপারে বাবা-মাদের আরও বেশি যত্নশীল হওয়ার ব্যাপারে আহ্বান করেন।

টিএইচ