বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দেবিদ্বারে সরকারি জায়গা দখল ও রাস্তা নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

দেবিদ্বারে সরকারি জায়গা দখল ও রাস্তা নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার দেবিদ্বারে ২০০ বছরের প্রাচীন সরকারি রাস্তার জায়গা দখল ও রাস্তা নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (২৪ সেপ্টেম্বর) পৌরসভার ৭নং ওয়ার্ডের বিজলিপাঞ্জার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে তিন গ্রামের কয়েকশ স্থানীয় বাসিন্দা অংশ নেন। 
 
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ওয়ার্ড আ.লীগের সভাপতি হাকিম হাজারী, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন ভূইয়া, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মো. বাছির উদ্দিন মোল্লা, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.¬¬ নুরু নবী,   বীরমুক্তিযোদ্ধা মো. নায়েব আলী, বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম হাজারী। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, চাপানগর থেকে ইকরা নগরী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছিল, ইতোমধ্যে রাস্তার মাটি ফালানোর কাজ সম্পন্ন হয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দা মো. ময়নাল হোসেনের বাড়ি সংলগ্ন আসার পর তিনি রাস্তার নির্মাণ কাজে বাধা দেন। এতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। 

বক্তারা আরও বলেন, এই রাস্তাটি ২০০ বছরের প্রাচীন গো-পাট (কৃষকদের জমিতে চলাচলের পথ)। কিন্তু তিনি এ গো-পাট সরকারি রাস্তাটি বন্ধ করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেছেন এবং বিভিন্ন গাছপালা রোপণ করেছেন। 

স্থানীয় অন্য বাসিন্দারা রাস্তার জন্য নিজেদের বসতভিটা ভেঙে দখল ছাড়লেও তিনি দখল ছাড়ছেন না, উল্টা তিনি স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। 

রাস্তার কাজ বন্ধ হওয়ায় চাপানগর, বিজলিপাঞ্জার, সাইলচর এ তিন গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে হাটা চলা করতে পারছেন না। মানববন্ধন থেকে সরকারি জায়গা দখলমুক্ত করে রাস্তা নির্মাণের দাবি জানান তারা। 

এ বিষয়ে অভিযুক্ত মো. ময়নাল হোসেন বলেন, সীমানা প্রাচীর আমার নিজের জায়গায় করা হয়েছে। এখানে কোন সরকারি রাস্তা নাই। 
 
টিএইচ