সোমবার, ০৩ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১
The Daily Post

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ন্যায্য মূল্যে পণ্য বিক্রি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ন্যায্য মূল্যে পণ্য বিক্রি

পঞ্চগড়ের দেবীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্ট সাধারণ ক্রেতারা।

গত শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ পৌরসভার অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌর জামায়াতের উদ্যোগে এ দোকানের উদ্বোধন করা হয়। দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল বাছেদ, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ রাশেদ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দেলোয়ার হোসেন, দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির শেখ ফরিদ ও সেক্রেটারি নাবিউল হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রুমন ইসলাম প্রমুখ।

উদ্বোধনের পরপরই ন্যায্য মূল্যের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ন্যায্যমূল্যের এই দোকানে বাজারমূল্যের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। এখানে প্রতি কেজি চিনি ১১৫ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে বাজারে এটি ১২৫-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোলা প্রতি কেজি ১০০ টাকা, যা বাজারে ১২০ টাকা। একই দামে মিলছে মসুর ডালও। বোতলজাত সয়াবিন তেল বাজারে লিটারপ্রতি ১৯০ টাকা হলেও এখানে তা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুড়ি ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া তিন ধরনের খেজুর যথাক্রমে ৪২০, ৩২০ ও ২২০ টাকায় সরবরাহ করা হচ্ছে, যা বাজারদরের তুলনায় বেশ সাশ্রয়ী। দেবীগঞ্জ পৌরসভার সবুজ পাড়া এলাকার বাসিন্দা তানজির প্রতিবেদককে বলেন, বাজারের তুলনায় এখানে সব পণ্য কম দামে পাওয়া যাচ্ছে। সয়াবিন তেল ১৯০ টাকার বদলে ১৬০ টাকা, ছোলা ১২০ টাকার বদলে ১০০ টাকা, খেজুর ৪০০ টাকার বদলে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। জামায়াতের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, রমজান রহমত, বরকত ও মাগফেরাতের মাস। এ সময় দরিদ্র ও সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সিন্ডিকেটের কবলে পড়ে মানুষকে অতিরিক্ত দামে পণ্য কিনতে হবে না। আশা করি সবাই এখান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেন।

জামায়াতে ইসলামীর এই জনসেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ক্রেতাদের অনেকেই প্রত্যশা করছেন, এই কার্যক্রম শুধু রমজানে সীমাবদ্ধ না রেখে যেন সারা বছর চালু রাখা হয়।

টিএইচ