সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
উপজেলা পরিষদ নির্বাচন

দেশের বিভিন্ন স্থানে অনিয়মে আটক, জরিমানা ও দণ্ড

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে অনিয়মে আটক, জরিমানা ও দণ্ড

প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে বুধবার (৮ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটদানে বাঁধা, ভোটারদের হুমকি-ধামকি, আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ও দণ্ড প্রদান করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও হুমকি-ধামকির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। আটক দুজনকে থানায় নেয়া হয়েছে। বুধবার (৮ মে) জীবননগর ও দামুড়হুদা থেকে তাদের আটক করে পুলিশ। পরে আবু সিদ্দিক মেম্বারকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। আটকরা হলেন- জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের সাখাওয়াত হোসেন ও দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আবু সিদ্দিক। দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, দামুড়হুদার কুড়ালগাছি ইউপির মেম্বার আবু সিদ্দিক আনারস প্রতীকের প্রার্থী আলি মুনছুর বাবুর পক্ষে কাজ করছেন। সকালে ভোট শুরু হলে তিনি প্রভাব বিস্তার করে ভোটারদের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফ ৭ দিনের কারাদণ্ড দেন। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমরা সার্বক্ষণিক টিম নিয়ে পর্যবেক্ষণে আছি। কয়েক যায়গায় অপ্রীতিকর ঘটনা ছাড়া পরিস্থিতি স্বভাবিক আছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, দুজনকে আটক করা হয়েছে। একজনকে ৭ দিনের করাদণ্ড প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট। আরেকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
কুষ্টিয়া : উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিযা সদর উপজেলার একটি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও আ.লীগ নেতা মীর রেজাউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। তিনি পৌর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার (৮ মে) সদর উপজেলার চৌড়হাস মুকুল সংঘ কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ। কুষ্টিয়া জেলা রির্টানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ  আবু আনসার আটকের  বিষয়টি  জানিয়েছেন। 
তিনি বলেন, আটক কাউন্সিলরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে। আটক আ.লীগ নেতা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতার সমর্থক। চৌড়হাস মুকুল সংঘের প্রিসাইডিং অফিসার এম এস মাসুদুজ্জামান জানান, স্থানীয় কাউন্সিলররে নেতৃত্বে তার সমর্থকরা ভোট কেন্দ্রের বাইরে মূল গেটের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও হট্টগোল করছিল। এতে সাধারণ ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আটকের বিষয়টি জেনেছি। তাকে বিজিবির টহল গাড়িতে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাকে থানায় আনা হয়নি। 

মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেয়ার অপরাধে তিনজনকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) বাগোয়ান প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৃথক ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেয়ার অপরাধে বাগোয়ান ভোট কেন্দ্র থেকে হূত্বিক ও বাবুল নামের দুজনকে আটক করা হয়। একই সময় বিশ্বনাথপুর ভোটকেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেনকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে হূত্বিককে ১ মাসের কারাদণ্ড, বাবুল শেখকে ১০ হাজার টাকা ও মাহফুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বাগোয়ান ভোটকেন্দ্রে এবং বিশ্বনাথপুর ভোট কেন্দ্রে অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন। অর্থদণ্ড আদায় করে দুজনকে মুক্তি এবং এক মাসের দণ্ডপ্রাপ্ত হূত্বিককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসান শামীম। 

টাঙ্গাইল : ষষ্ঠধাপে প্রথম দফা উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে বাবার ভোট দিতে গিয়ে  ছেলে আটক হয়েছেন। বুধবার (৮ মে) উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় নাজমুল নামের ওই যুবককে আটক করে পুলিশ। সে সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। এছাড়াও শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনারস প্রতীকের সমর্থক নারীসহ দুই পুরুষকে আটক করে পুলিশ। আটকরা হলেন সিরাজুল, ইমন ও নার্গিস। সুবকচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, বুধবার (৮ মে) বাবার ভোট দিতে আসলে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করে সে জাল ভোট দিতে এসেছে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এস আই) আরিফ হোসেন তাকে আটক করেন। এ বিষয়ে উর্ধবতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নিবে।

সিলেট : উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জাল ভোট দেয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) সিলেট সদর উপজেলার ঘোপান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের কান্দিগাঁও গ্রামের জসিম উদ্দিনের ছেলে তানজিদ। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাল ভোট দেয়ার সময় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়িতে জাল ভোট দিয়ে ভিডিও ফেসবুকে প্রকাশ করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) তাকে আটক করা হয়। আটক যুবকের নাম হামিম। তিনি গোদাগাড়ি উপজেলার নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন। গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামিমসহ আরও একজন কেন্দ্রে একসঙ্গে প্রবেশ করেছিলেন। তাদের একটি ভিডিও ভাইরাল হয়। পরে একজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাচনে জালভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (৮ মে) উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মুক্তি রাণী হাওলাদার, পোলিং অফিসার মুন্নি বড়ুয়া ও সমীর চন্দ্র দাশ। খৈয়াছরা ইউনিয়নে নির্বাচনি দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রট নিখাত আরা বলেন, ইউএনওর সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও মাহফুজা জেরিন বলেন, ভোটগ্রহণের শেষ মুহূর্ত এখন। একটু ঝামেলায় আছি। পরে বিস্তারিত জানাবো। চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক করার ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত এ মুহূর্তে বলতে পারছি না।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বিচারক ও সদর ইউএনও সেলিম শেখ জানান, গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় কাপ-পিরিচ প্রতীকের পোলিং এজেন্ট শাকির মিয়া হাতেনাতে আটক হন। পরে তাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই কেন্দ্রে তালা প্রতীকের পোলিং এজেন্ট মো. হূদয় মিয়াকে ভোটারদের প্ররোচিত করার সময় তাকে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেয়ার জন্য অন্যায়ভাবে প্ররোচিত করার সময় হাতেনাতে মো. রাকিব হোসেন নামের একজনকে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ফেনী : ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আরও ছয়জনকে আটক করা হয়েছে। এর আগে জাল ভোট দেয়ায় পাঁচজনকে আটক করা হয়। বুধবার (৮ মে) উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। একই সময় তিনটি কেন্দ্র থেকে ২৯টি ব্যালট পেপার জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরের পর জাল ভোট দেয়ার চেষ্টা করলে বিভিন্ন কেন্দ্র থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং গাবতলা হাজী আমীর হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে ৫ জনকে আটক করা হয়। গাবতলা হাজী আমীর হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আসিফ মাহমুদ বলেন, জাল দেয়ার চেষ্টা করলে কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়। তারা পুলিশ হেফাজতে রয়েছে। আলী আজম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পুষ্পেন সাহা বলেন, এ কেন্দ্রে দরবারপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৪ হাজার ৮৫৪ জন ভোটার ১১টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে। কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজনকে আটক করেছেন। ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, কেন্দ্র বিশৃঙ্খলার ও জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে জোরপূর্বক ভোট দিতে আসা ও কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বুধবার (৮ মে) ভোটকেন্দ্র থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকরা হলেন, জালাল উদ্দিন, বোরহান উদ্দিন, ঝুলন আচার্য ও সুমন আচার্য। তারা সবাই স্থানীয় বাসিন্দা। উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন বলেন, কেন্দ্রটির কয়েকটি বুথে সমস্যার সৃষ্টি হয়। কয়েকজন বুথে ঢুকে দ্বিতীয়বার ভোট দেয়ার চেষ্টা করে ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা সঙ্গে সঙ্গে তাদের আটক করি। তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে।  

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময় এক যুবকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি ওমর ফারুক নাঈম। সে বন্দর উপজেলার বাসিন্দা আসাদ মিয়ার ছেলে। বুধবার (৮ মে) বন্দর মদনপুর এলাকার লাউসার প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মামুন। এসময় তিনি বলেন, জাল ভোট দেয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

টিএইচ