শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহের মতবিনিময়

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোলগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উপলক্ষে মৎস্যচাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এ মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাঙামাটি : জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তরে উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আব্দুর রহিম। রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাসের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম  অঞ্চল  মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আবদুল আল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস বলেন, রাঙামাটিতে উপজেলা মৎস্য দপ্তরসমূহ ও প্রকল্পের সহায়তায় ২ হাজার ৩৩৫টি পুকুর ও ফ্রিক জলাশয়ে আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তির মাধ্যমে মৎস্য উৎপাদন কার্যক্রম চলমান আছে। এছাড়া কাপ্তাই হ্রদের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সম্পদের টেকসই, সংরক্ষণ ও আহরণ ব্যবস্থাপনায় খাঁচায় মাছচাষ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আবদুল আল হাসান বলেন, পার্বত্যাঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা পূরণ। কর্মসংস্থান সৃষ্টি। আয় বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসকরণের লক্ষ্যে সরকার প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিন পার্বত্য জেলায় ১৪৯ টি নতুন ক্রিক উন্নয়ন। ৭৩টি ক্রিক সংস্কার, ৩ হাজার ৯৮০ মৎস্যজীবীদের অত্যাধুনিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া ৭৮টি মৎস্য প্রদর্শনী খামার স্থাপন করা হয়। শুধু তাই নয়, নিবন্ধিত ৭৭৫ মৎস্যজীবী পরিবারকে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ২টি মৎস্য অভয়াশ্রম স্থাপন এবং মাঠ পর্যায়ে গুণগত সেবা প্রদানের জন্য প্রকল্পনাধীন সব উপজেলায় ডিজিটাল যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। পোনা মাছের চাহিদা পূরণের জন্য ৩টি মৎস্যবীজ উৎপাদন খামারের সক্ষমতা বৃদ্ধিকল্পে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পার্বত্যাঞ্চলে মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পার্বত্যাঞ্চল: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২য় দিন উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালি সফল মৎস্যচাষিকে পুরষ্কার বিতরণ, ৩য় দিন উপজেলার মৎস্যজীবী ও চাষিদের সঙ্গে মতবিনিময়, ৪র্থ দিন পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, ৫ম দিন মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা, ৬ষ্ঠ দিন মৎস্যখাদ্য বিতরণ ও শেষ দিনে সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে। ২০২২-২৩ অর্থবছরে মাটিরাঙ্গায় মোট মৎস্য উৎপাদন ৯২৪.১ টন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবীসহ অনেকে উপস্থিত ছিলেন। 

নেত্রকোণা : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে জেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহজাহান কবীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াহেদুল আলম, সদর মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষসহ অন্য কর্মকর্তা, মৎস্যচাষি এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।  মতবিনিময় সভায় বক্তারা, মাছের উৎপাদন বৃদ্ধি করে, দেশে আমিষের চাহিদা পূরণে সব মৎস্যচাষি ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ধর্মপাশা। ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহমুদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শামিম আহমেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ এইচ এম ওয়াসিম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাল মাসুদ তুষার, ধর্মপাশা উপজেলা প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মধুপুর (টাঙ্গাইল) : মধুপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে মধুপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

রামপাল (বাগেরহাট) : উপজেলা কনফারেন্স রুমে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ক্লাস্টারের সভাপতি ও সাধারণ সম্পাদক, ডিপো মালিক ও আড়তদারের সমন্বয়ে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত সভায় প্রান্তিক জেলেদের জীবনসংগ্রামের বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ। এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মেরিন অফিসার হেলাল উদ্দিন, ক্লাস্টার অফিসার আব্দুল কুদ্দুস প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) : মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহ। এতে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মৎস্য অফিস সহকারী মো. আলী জিন্নাহসহ উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

গঙ্গাচড়া (রংপুর) : ইউএনও নাহিদ তামান্না সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী বিস্বাশ, মৎস্যচাষি লাভলু মিয়া, আফসার আলী প্রমুখ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবা আক্তার সীমা, আনোয়ারুল ইসলাম মুকুল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসী, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোল্লাহাট (বাগেরহাট) : উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন ইউএনও শোভন সরকার। পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, মোল্লাহাট প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, মোল্লাহাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, সাংবাদিক মো. আমির আলী, এম এম আরাফাতুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহ পালন এবং মোল্লাহাটের মৎস্যচাষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।  

চিতলমারী (বাগেরহাট) : উপজেলা মৎস্য অফিস কার্যালয় মৎস্য  অধিদপ্তরের পক্ষ হতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, উপজেলার নদী, খাল, বিল হতে কোন মাছ শিকার করা যাবে না। কারণ এটা মা মাছের ডিম পাড়ার সময়। চিতলমারীর সব জলাশয় মাছে ভরে উঠুক- সেজন্য সকলের সহযোগিতা দরকার। তিনি আরও বলেন, চিতলমারীর ১৬ হাজার ঘের, তিনটি নদী, ৫০টি খাল ও তিন হাজার ৯৫৮টি পুকুরে গত অর্থবছরে (২০২৩-২৪) মাছ উৎপাদন হয়েছে ৭ হাজার ৮৮ টন। আগামী অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৬৫ টন। এই লক্ষ্য সফল করতে ইতোমধ্যে সরকারিভাবে উন্মুক্ত জলাশয়ে ৬শ কেজি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৫০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তো আশা করি আগামীতে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন অনেক বেশি হবে। 

শ্রীবরদী (শেরপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা করেন উপজেলা মৎস্য অফিসার সাইফুর রহমান। এ সময় বক্তব্য দেন সাংবাদিক রেজাউল করিম বকুল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, রমেশ সরকার, ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ওই  মতবিনিময় সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল। এসময় বক্তব্য দেন সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক এমদাদুল হক লালন প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ মৎস্যচাষি ও স্মার্ট মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধি করা, মাছের বার্ষিক ঘাটতি পূরণ করা, মৎস্যচাষিদের সুদিন ফেরানো, মৎস্য চাষের সম্ভাবনা ও মৎস্য চাষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়।  

মুক্তাগাছা (ময়মনসিংহ) : উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদের সঙ্গে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন, এম ইউসুফ, কাফি খান, খালেদ খুররম পারভেজ, মামুন আল গাইয়ুম, রিপন সারওয়ার, হোসাইন সুলভ, কামরুল হুদা আকন্দ বাবলু প্রমুখ। 

টিএইচ