বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্মার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই পতিপাদ্য নিয়ে গতকাল বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

বরিশাল : জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগ উপপরিচালক অপূর্ব অধিকারীসহ বিভিন্ন অতিথিরাসহ ক্যাবের সদস্য, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নেত্রকোণা : দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী, সংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি: জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন মো. মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের রাঙ্গামাটি অঞ্চলের সহকারী পরিচালক রানা দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সৈয়দসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

মৌলভীবাজার : জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন।  বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাড. নুরুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

টাঙ্গাইল : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে  এতে  বক্তব্য রাখেন, টাঙ্গাইলের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতরা উপস্থিত ছিলেন। বক্তারা বাজার তদারকির মাধ্যামে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রদক্ষেপ নেয়ার দাবি জানান। যাতে করে বাজারে ব্যবসায়ীরা উচ্চ মূল্যে নিত্যপণ্য সামগ্রী  বিক্রি করতে না পারে।  

লালমনিরহাট : জেলা প্রশাসনের আয়োজনে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম.মাসুম-উদ-দৌলার উপস্থাপনায়, প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাড. একেএম শামছুল হক, সাধারণ সম্পাদক তোহিদ লিটন, বিভিন্ন ব্যবসায়ী, ভোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশরাফ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাজার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী: জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেটের বঙ্গবন্ধু চত্বর থেকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের নেতৃত্বে দিবসের বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি থেকে দিক-নির্দেশনামূলক বক্তৃতা করেন,  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) মো. রেজাউল করিম, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন, ক্যাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, ক্যাব রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ ভোক্তারা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা। সভা সঞ্চালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের জে.এম. শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. কামরুল হাসান মারুফ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

অভয়নগর (যশোর): উপজেলা পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ইউএনও অফিসের নাজির সুব্রত রায়, সিএ সিধু বিশ্বাস, হুমায়ন কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ দাস নান্টু, নওয়াপাড়া হোটেল মালিক সমিতির প্রতিনিধি সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা শামীম গাজী, রাজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা ও এলাকাবাসী।  

মহম্মদপুর (মাগুরা) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি রাসেল হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী, সহকারী অধ্যাপক মেজবাউদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন আক্তার রুপালী, ব্যবসায়ীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মো. ফরিদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ ফারুক (রাজু) প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওয়াহিদুজ্জামান। এসময় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রামপাল (বাগেরহাট) : উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ইঞ্জি. মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, ভাগা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের নিত্য পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণে রাখতে ও বাজারের শৃঙ্খলা ফেরাতে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

খানসামা (দিনাজপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভোক্তারাসহ সাংবাদিকরা।

গুরুদাসপুর (নাটোর) : উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জক ও চাচকৈড় বাজার মুদি ব্যাবসায়ী সমিতির সভাপতি মদন কুন্ড প্রমুখ।

গুইমারা (খাগড়াছড়ি): উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বক্তব্য রাখেন, গুইমারা বাজারের ব্যবসায়ী বিপ্লব বড়ুয়া, ঝন্টু পাল, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান তারেক, সুদত্ত বড়ুয়া, গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহাম্মদ, সভাপতি নুরুল আলম, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ। এসময় কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

গঙ্গাচড়া (রংপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সালাউদ্দিন, উপজেলা মসজিদের খতিব মৌলভী মোহাম্মদ তাজুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার এসআই জনক রায় , সাংবাদিক সুজন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দীঘিনালা (খাগড়াছড়ি) : উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দীঘিনালা থাকা বাজার ও বোয়ালখালী নতুন বাজার চৌধুরী  জেসমিন চৌধুরী,  দীঘিনালা থানা প্রতিনিধি এআই প্রেমানন্দ মন্ডল প্রমুখ। এছাড়াও দীঘিনালা উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

চৌহালী (সিরাজগঞ্জ): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ইউনিয়ন সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইকবাল হোসেন, থানার এসআই এমদাদ হোসেন, মৎস্য অফিসের জেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, সিএ মনিরুল ইসলাম, সাংবাদিক মো. রোকনুজ্জামান রকু ও ইমরুল হাসান সিকদারসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শালিখা (মাগুরা): উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি আড়পাড়া বাজার প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলার সামনে দিনটির  তাৎপর্য তুলে ধরে বিভিন্ন তথ্যমূলক বক্তব্য প্রদান করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার উম্মে তাহমিনা আক্তার মিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, আরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আরজ আলী বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

নলডাঙ্গা (নাটোর) : উপজেলা পরিষদ থেকে একটি র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের যৌথ আয়োজনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ক্যাবের সভাপতি রানা আহম্মেদ, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, শহীদ নজমুল হক সরকারি কলেজের প্রভাষক নাজমুল সাদাতসহ প্রমুখ।

মোল্লাহাট (বাগেরহাট) : বর্ণাঢ্য এক র্যালি উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে, র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম মোল্লা। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা প্রকৌশলী মো. শওকাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ.সালাম, সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস প্রমুখ।

সালথা (ফরিদপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি মো. টিপু সুলতান, সালথা থানার এসআই আব্দুল হালিম, সালথা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল রাজ্জাক,  উপজেলা বন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

শৈলকুপা (ঝিনাইদহ):  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন জাহিদুননবী কালু ভাইস চেয়ারম্যান শৈলকুপা উপজেলা পরিষদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, ইজারাদার, থানার প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানরা। 

থানচি (বান্দরবান) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মানুন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মহিলা ও শিশু বিষয়ক বান্দরবান জেলা উপ পরিচালক আতিয়া চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেডিকেল অফিসার মো. মেহরাব রহমান, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে মোহাম্মদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মো. নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলায় বাজার ব্যবস্থা সাথে জড়িত সকল স্তরের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ): উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূরজাহান বেগম, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, ডা. আবদুল মান্নান মহিলা কলেজের সহকারী অধ্যাপক দীপা বর্মন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কটিয়াদী ওষুধ ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন।

টিএইচ