রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জের কামারখন্দে এক কিশোর, কুড়িগ্রামের রৌমারীতে একজন,  নেত্রকোণার কলমাকান্দায় এক গৃহবধূ, শরীয়তপুরের গোসাইরহাট এক শিশু, ঝিনাইদহের মহেশপুরে একজন, নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী নিহত, ময়মনসিংহের ভালুকায় একজন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কামারখন্দ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে আসিফ হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত রোববার  রাতে উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের শাহীন হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ থেকে কয়েলগাঁতী গ্রামে ট্রাকে বালু আনা হচ্ছিল। সন্ধ্যায় কয়েলগাঁতী গ্রামের এক বাড়িতে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফসহ আরও তিন কিশোর ট্রাকে উঠে। এরপর ট্রাকে বালু ভর্তি করার পর বালুর ওপরে উঠে বসে তারা। কিন্তু ট্রাকটি বাড়ির কাছাকাছি পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পরে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে। কামারখন্দ থানার এসআই আব্দুল মতিন বলেন, ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে শহিদুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ার চর মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গুচ্ছো গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। ১নং দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সোমবার (২৯ জানুয়ারি) ইউনিয়ের ঝগড়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের উপরে থাকা কিশোর শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রৌমারী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কলমাকান্দা (নেত্রকোণা): নেত্রকোণার কলমাকান্দায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবি আক্তার (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার (২৯ জানুয়ারি) নেত্রকোণা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেবি আক্তার কলমাকান্দা উপজেলা সদরের মনতলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী। আহতদের মধ্যে গুরুতর চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক জানান, নেত্রকোণা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা কলমাকান্দা যাচ্ছিল। অপরদিকে কলমাকান্দা থেকে আরেকটি যাত্রীবাহী অটোরিকশা নেত্রকোণার দিকে যাচ্ছিল। পথে কলমাকান্দার ডুবিয়ারকোনা এলাকায় পৌঁছালে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেবি আক্তার মারা যান। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গোসাইরহাট (শরীয়তপুর) : প্রতিদিনের মতো স্কুল ছুটি শেষে মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল শিশু শ্রেণির শিক্ষার্থী আদিবা ইসলাম (৫)। হঠাৎ করেই মায়ের হাত ছেঁড়ে একা একা রাস্তা পার হতে যায় আদিবা। এসময় অটোরিক্সার চাপায় তার মৃত্যু হয়। সোমবার (২৯ জানুয়ারি) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রাণীসার গ্রামের বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। 
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আদিবা দৌঁড়ে রাস্তা পার হতে গিয়ে চলমান একটি অটোরিক্সার নিচে পরে। এরপর তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবা ইসলামকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, নাগেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।

ঝিনাইদহ (প্রতিনিধি) : ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু-পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষে শ্রী পুল্লাদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। গত রোববার রাতে উপজেলার যাদবপুর ইউপির গয়েশপুর নামক স্থানে এ দুর্ঘটনা  ঘটে। নিহত পুল্লাদ জেলার কালিগঞ্জ উপজেলার দুদরাজপুর গ্রামের বাবু মালির ছেলে। এঘটনায় আলমসাধুর চালক রাসেল আহত হয়েছে। স্থানীয়রা জানান, রাতে ইউনিলিভার (পরিবেশক) কোম্পানির পণ্য ডেলীভারি শেষে কালিগঞ্জ ফেরার পথে গয়েশপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ারটিলারের সাথে মুখোমখি সংঘর্ষ হয়। এসময় আলমসাধু থেকে ছিটকে পরে ঘটনা স্থলেই পুল্লাদ মারা যায়। মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের পিছনে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত ও আরো দুজন আহত হয়েছেন। গত রোববার রাতে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফারুক হোসেন উপজেলার পূর্ণ কলস গ্রামের মৃত আব্দুস সাত্তার খলিফার ছেলে। এ ঘটনায় আহত পূর্ণ কলস গ্রামের ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন হূদয় এবং অটোভ্যানের চালক হেকমত আলী শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা জানান, ফারুক হোসেন উপজেলার মেরিগাছা হাটে শীতের কাপড় বিক্রি শেষে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে কয়েন বাজার এলাকায় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফারুকসহ ভ্যানের চালক ও অপর যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান। বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল আনসারী (৩৬) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুছড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে নাজমুল আনসারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্থানীয় থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে। এসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত নাজমুল হুদা আনসারী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত চার জনের ঠিকানা এখনো পাওয়া যায়নি। ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হচ্ছে। আহতদের ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরো ৫ জন আহত হন। নিহত ফজলুর ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত ডামেস আলীর ছেলে। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি পৌর এলাকার দত্তপাড়া পৌঁছা মাত্রই ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  সিএনজিতে থাকা ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আরো ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ