রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

‘দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

‘দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, আ.লীগ সরকার পতনের পর দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের সংবাদ পরিবেশন করবেন।  

গত শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য আলী হোসেন রনি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সোহরাব, মোবারক হোসেন প্রমুখ।

সাইদ সোহরাব বলেন, দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে কোন সংঘাতময় কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাজে সহায়তা করতে হবে। তারা দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। সেই নির্বাচনে বিএনপি অংশ নিবে।

টিএইচ