বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন’

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন’

কিশোরগঞ্জের কটিয়াদীতে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হূদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সমাজসেবা অফিস কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) স্থানীয় এমপি নূর মোহাম্মদের বাসভবন থেকে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের সাবেক সফল আইজিপি, রাষ্ট্রদূত, সচিব ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি নূর মোহাম্মদ উপস্থিত থেকে ২০২২-২০২৩ অর্থবছরের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৩৫ জন রোগীকে ৫০ হাজার করে মোট ১৭.৫০ লাখ টাকার চেক বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ এমপি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী সবসময় কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার জনবান্ধব সরকার।

চেক বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান, এমপির ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আকবর শাকিল ও পাড়া মণ্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, নজরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী নূর হোসেন প্রমুখ।

টিএইচ