বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা নেই : সারজিস আলম

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)

দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা নেই : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো সম্ভাবনা নেই; বরং সেনাবাহিনী তাদের জাতীয় দায়িত্ব পালনে মনোযোগী থাকবে।

সোমবার (২৪ মার্চ) সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক সম্পর্কে দলের মধ্যে কোনো মতবিরোধ নেই।

গুজবকে একটি সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সারজিস আলম সরকারকে গুজব প্রতিরোধে একটি সেল গঠনের জন্য আহ্বান জানান এবং জনগণকে সচেতন থাকার পরামর্শ দেন।

এনসিপি নেতা সারজিস আলম দুপুর ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় পথসভা করার পরিকল্পনা করেছেন।

টিএইচ