ঢাকার দোহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জুন) পৌরসভা মিলনায়তন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা ছিলো দোহার পৌরসভার ২৬তম বাজেট।
অনুষ্ঠানে দোহার পৌরমেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে ৫৭ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। প্রথম শ্রেণির এ পৌরসভার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৯ কোটি ২২ লাখ ১০ হাজার ৫শ টাকা। বাকি উন্নয়ন খাতে পাওয়ার প্রত্যাশা।
পৌরমেয়র মো. আলমাছ উদ্দিন বলেন, ঘোষিত বাজেট বাস্তবায়ন সম্ভব হলে দোহার পৌরসভার সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগবে। এতে নাগরিকসেবা ও উন্নয়ন তরান্বিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, ওসি হারুন অর রশিদ, দোহার পৌরসভার প্রকৌশলী মামুনুর রশীদ, সচিব নাসরিন জাহান, পৌর কাউন্সিলররা, ব্যাংক ম্যানেজারসহ সুধীজন।
টিএইচ