রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অব্যাহত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অব্যাহত

ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপচে পড়া স্রোতের তোড়ে নদীর দুই তীরের অন্তত অর্ধশত বাড়িঘরে পানি উঠায় অনেক পরিবারের উনুনে হাঁড়ি বসেনি গত দুদিন ধরে। 

রাস্তা, হাওর, মাঠঘাট ও গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদিপশু পশুপাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন বিপর্যস্ত মানুষজন। বিশেষত চেলা, মরা চেলা, চলতি, চিলাই খাসিয়ামারা ও চিলাই নদীর পানি বেড়ে সুরমা, বগুলা, লক্ষ্মীপুর, নরসিংপুরসহ উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক একর আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় হতাশায় কৃষিজীবী পরিবারগুলো। 

এদিকে, পাহাড়ি ঢলে জিরাগাঁও নদীর পূর্ব পাড়ের অর্ধশতাধিক বসত ঘরে পানি ঢুকে আসবাবপত্র বিনষ্ট হওয়াসহ ভেঙে যাচ্ছে অনেক বসতভিটা। হুমকিতে রয়েছে খাসিয়ামারা নদীর দুই পাড়ের বেড়িবাধ।

ইতোমধ্যে সুরমা ইউনিয়নের মহব্বতপুর-রাবারড্যাম রাস্তা রয়েছে হুমকির মুখে। খাসিয়ামারা নদীর দুই কুল উপচে টিলাগাঁও এলাকায় রাস্তা তলিয়ে যাচ্ছে। 

এদিকে চিলাই নদীর বেরিবাধ ভেঙে উপজেলার বাংলাবাজার-বগুলাবাজার সড়কের চিলাই নদীর রাবারড্যাম্প সংলগ্ন কালভার্টের পাটাতনের নিচের মাটি সরে যাচ্ছে, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। বিচ্ছিন্ন হতে পারে বাংলাবাজার টু বগুলাবাজার যোগাযোগ ব্যবস্থা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু জানিয়েছেন, পাহাড়ি ঢলে বসতঘরে পানি উঠে ক্ষতি হলে ইউপি চেয়ারম্যান মেম্বারদের তা দেখার নির্দেশনা দেয়া আছে। শিগগিরই বাংলাবাজার-বগুলাবাজার সড়কের কালভার্টের পাটাতনের নিচে বস্তা দিয়ে মেরামত করা হবে।

টিএইচ