বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজার-লক্ষ্মীপুর সড়কের বেহাল দশা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার-লক্ষ্মীপুর সড়কের বেহাল দশা

সুনামগঞ্জের দোয়ারাবাজার-লক্ষ্মীপুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক এখন আতংক হয়ে দাঁড়িয়েছে। উপজেলার লক্ষ্মীপুর, সুরমা, বগুলা ও বাংলাবাজার (আংশিক) ওই চার ইউনিয়নের ৮০ গ্রামের লক্ষাধিক মানুষের শহরে যোগাযোগের একমাত্র ভরসা ওই সড়কটি। 

এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ ওই সড়কটি সংস্কারের অভাবে এখন ভুক্তভোগীদের অভিশাপে পরিণত হয়েছে। কয়েক বছর ধরে বেহাল  সড়কটিই এখন চলাচলের অনুপযোগী। 

সরেজমিনে দোয়ারাবাজার-লক্ষ্মীপুর সড়ক ঘুরে দেখা গেছে পুরো সড়কটিই যেন মরণ ফাঁদ! সড়কের সুরমা ইউনিয়নের শরীফপুর, শান্তিপুর, গিরিশনগর, মহব্বতপুর, রাবার ড্যাম পর্যন্ত পুরোটাই গর্ত-খানাখন্দ ও কাদায় ভরা। বিপজ্জনক অবস্থায় বেরিয়ে আছে রড, ইট-পাথর। যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ওই সড়কের নোয়াপাড়া, লক্ষ্মীপুর, লেয়াকতগঞ্জ, পশ্চিম বাংলাবাজার পর্যন্ত পুরো সড়ক কাদাজলে ভরা। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কাজ না হওয়ায় বর্তমানে স্থানে-স্থানে ভেঙে এত বেশি পরিমাণ গর্ত সৃষ্টি হয়েছে যে, গাড়ি চলাচল করতে নানা ধরণের অসুবিধা হচ্ছে। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ করতে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘পুরো রাস্তাটি চলাচলের অনুপযোগী। এলজিইডি অফিসে বারবার ধর্না দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এদিকে জনস্বার্থে রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাই।’

সুরমা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশীদ বলেন, মহব্বতপুর বাজার থেকে লক্ষ্মীপুর ইউনিয়নের বাংলাবাজার বাজার পর্যন্ত রাস্তাটি যানবাহান ও জনসাধারণ চলাচলের জন্য একদম অনুপযোগী। 

আমি স্থানীয় বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি তাদের উদ্যোগে খুব শিগগিরই রাস্তাটি মেরামত করা হবে। দোয়ারাবাজার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী মো. মনছুরুল হক বলেন এ রাস্তাটি সম্পর্কে আমাকে কেউ কোনদিন বলেনি। আমি খোঁজ নিয়ে দেখব।

টিএইচ