সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজারে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

দোয়ারাবাজারে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারের সুরমা মার্কেটের সামনের বারান্দা থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ আগস্ট) অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ কাটাখালী বাজারের সুরমা মার্কেটের বারান্দায় পড়ে থাকতে দেখে দোয়ারাবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ  সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

স্থানীয়রা জানান, গত ৬/৭মাস যাবত কাটাখালী বাজারে এই ব্যক্তি অবস্থান করতেন। অজ্ঞাত বৃদ্ধের শরীরের বাম হাতের কব্জি হতে আঙ্গুল পর্যন্ত পচনশীল অবস্থায় বাজারে ঘোরাঘুরি করতেন।

 দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান জানান, পরিচয়বিহীন লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানার অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

টিএইচ