সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্রী সচি বিশ্বাস নামের এক জেলের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে কনচ খাই হাওরে এ ঘটনা ঘটে। নিহত শ্রী সচি বিশ্বাস উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের মৃত শ্রী সুরেশ বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুজনা গ্রামের পাশে রাতে হাওরে ম্যাজিক চাই ও জাল দিয়ে মাছ শিকার করতে (উজাই-মারা) যান সচি বিশ্বাসসহ আরো কয়েকজন।
এসময় বজ্রপাতের আঘাতে শ্রী সচি বিশ্বাস ও একই গ্রামের মৃত মনিন্দ্র বিশ্বাসের ছেলে কইল্লান বিশ্বাস নামে আরেকজন আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রী সচি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার ইউএনও নেহের নিগার তনু ও দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান বিষয়টি জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত পরিবারকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমেদ প্রধানমন্ত্রী সহায়তা পেকেট ও নগদ অর্থ প্রদান করেন।
টিএইচ