সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজারে বজ্রপাতে জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি 

দোয়ারাবাজারে বজ্রপাতে জেলের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্রী সচি বিশ্বাস নামের এক জেলের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে কনচ খাই হাওরে এ ঘটনা ঘটে। নিহত শ্রী সচি বিশ্বাস উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের মৃত শ্রী সুরেশ বিশ্বাসের ছেলে। 

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুজনা গ্রামের পাশে রাতে হাওরে ম্যাজিক চাই ও জাল দিয়ে মাছ শিকার করতে (উজাই-মারা) যান সচি বিশ্বাসসহ আরো কয়েকজন। 

এসময় বজ্রপাতের আঘাতে শ্রী সচি বিশ্বাস ও একই গ্রামের মৃত মনিন্দ্র বিশ্বাসের ছেলে কইল্লান বিশ্বাস নামে আরেকজন আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রী সচি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। 

দোয়ারাবাজার ইউএনও নেহের নিগার তনু ও দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান বিষয়টি জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত পরিবারকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমেদ প্রধানমন্ত্রী সহায়তা পেকেট ও নগদ অর্থ প্রদান করেন। 

টিএইচ