কুষ্টিয়ার দৌলতপুরে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন বাংলাদেশ স্কাউট দৌলতপুরের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশ স্কাউট দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৩টি বিদ্যালয়ের কাব স্কাউট ও স্কাউট টিমের অংশগ্রহণে দিনব্যাপী এ পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়।
দৌলতপুর ইউএনও ওবায়দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন অফিসের সামনে, সড়কের দুইপাশ ও নিজ নিজ বিদ্যালয় ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করে।
এতে অংশগ্রহণ করেন পিএসএস মাধ্যমিক বিদ্যালয়, মানিকদিয়াড় ও দৌলতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব ও স্কাউটের অর্ধশত শিক্ষার্থী।
উপজেলা স্কাউটের সম্পাদক মো. মজিবর রহমান বলেন, যতদিন পর্যন্ত সাধারণ মানুষের সেবা দিতে স্কাউটের প্রয়োজন হবে ততদিন বিনাশ্রমে স্কাউটের সদস্যরা দেশ ও দশের সেবা করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন- আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডার মিজানুর রহমান (উডব্যাজার) দৌলতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনিট লিডার শাহরিয়ার জাহান (সিএএলটি), মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার মাসুদ হোসেনসহ (উডব্যাজার) কাব স্কাউট ও স্কাউটের শিক্ষার্থীরা।
টিএইচ