বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি গ্রামের নিজ বসতঘর থেকে গত শনিবার গভীর রাতে ওয়াসিম আহমদ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তিনি পাইকুরাটি ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পদে রয়েছেন। 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে গত ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। 

এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে পাইকুরাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওয়াসিম আহমদকে গত শনিবার রাতে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ