শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পাড় করছেন কুড়িগ্রামের কৃষকরা

কুড়িগ্রাম প্রতিনিধি

ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পাড় করছেন কুড়িগ্রামের কৃষকরা

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের জমিতে কাটা ধান মাড়াই ও শুকানো কাজে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। 

মঙ্গলবার (২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কাচিচরসহ বিভিন্ন এলাকায় ফসলের মাঠে কৃষকরা কেউ ধান কাটছে, কেউ কাটা ধান মাড়াই করছে। আবার কেউবা পরিবারের সবাইকে নিয়ে ধানের চিটা পরিষ্কার করে রোদে শুকানো কাজে ব্যস্ত সময় পাড় করছেন। 

এবার বোরো ধান বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে মাঝখানে তীব্র তাপদাহে কৃষকরা একটু দুশ্চিন্তায় ছিল। বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় কিষান-কিষানিরা কোমড় বেধে ধান মাড়াই ও শুকানো কাজে নেমে পড়েছে। 

কাচিচর এলাকার কৃষক বছির উদ্দিন বলেন, বাহে এবার ধান খুব ভালো হয়েছে। কয়দিন আগে যে গরম গেল, আল্লাহর রহমতে এখন গরম অনেকটা কমেছে। তবে এখন আকাশে কালো মেঘ দেখা যায়। বৈশাখের অর্ধেক দিন চলে গেছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য তাড়াতাড়ি জমিতেই কাটা ধান মাড়াই শেষ করে শুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, কুড়িগ্রামে এ বছর বোরো ধান ১ লাখ ১৬ হাজার ৯১০ হেক্টর জমিতে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ ভাগ ধান কাটা মাড়াই শেষ হয়েছে। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আশা করছি এবার বোরোর বাম্পার ফলন হবে। তবে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে।

টিএইচ