মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

ধামইরহাটে চোলাই মদসহ দুজন আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে চোলাই মদসহ দুজন আটক

নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৬০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার বনগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আসামিরা একই এলাকার শিবচরণ পাহানের ছেলে শান্ত পাহান (৩৫) এবং পঞ্চ পাহান (২৮)। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব।

বিজ্ঞপ্তিতে আরো জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত পাহান ও পঞ্চ পাহান দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বিকার করেন। পরবর্তীতে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

টিএইচ