মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

ধামইরহাটে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে দুটি চোরাই মোটরসাইকেলসহ মোজাম্মেল হক (৪৬) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনীদুয়ার নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি একই এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী, বিপিএম জানান, শুক্রবার সন্ধ্যায় আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি ১০০ সিসি হিরো মোটরসাইকেল এবং একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দসহ আসামিকে আটক করা হয়। 

পরে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

টিএইচ