শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ধামইরহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর ধামইরহাটে ৪ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) উপজেলা চত্বরে চলতি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, মসুর, মুগ, পেঁয়াজ, চিনাবাদাম, সূর্যমূখী ও অড়হড় ফসলের বীজ ও স্যার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. আসমা খাতুন। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের জানান, চলতি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মোট ৪ হাজার ৬০০ জন প্রান্তিক কৃষককে বীজ ও সার প্রদান করা হবে। 

প্রতি ১ জন কৃষক ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। অনুষ্ঠানে কৃষি সমপ্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ