নওগাঁর ধামইরহাটে বাল্যবিয়ের উপর নিষেধাজ্ঞা ভঙ্গের কারণে বাল্যবিয়ে সংশ্লিষ্ট মায়ের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার রাতে উপজেলার উমার ইউনিয়নের বাখরপুর আদিবাসী পাড়ায় এই বাল্যবিয়ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বাখরপুর গ্রামের মোজাফফর রহমানের মেয়ের ছুম্মার সঙ্গে পৌর সদরের আমাইতাড়া গ্রামের আবু বক্করের অপ্রাপ্ত বয়স্ক ছেলে হূদয় বাবুকে মেয়ের বাড়িতে একত্র পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং বিয়ের আয়োজন করে।
ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্ত বয়স্ত হওয়ায় এমন খবর পেয়ে ইউএনও মো. মোস্তাফিজুর রহমান তার প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে বিয়ে না দিতে একাধিকবার নিষেধ করেন। কিন্তু মেয়ের পরিবার নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন সম্পন্ন করে, এদিকে ছেলেকে কৌশলে ডেকে নিয়ে বাল্যবিয়ে দেয়ারও লিখিত অভিযোগও করেন ছেলের বাবা আবু বক্কর।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে কৌশলে বর-কনে ও মেয়ের বাবা চম্পট দেয়। ঘটনাস্থলে মেয়ের মা মোসা. মোহসেনা খাতুনের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্যবিয়ে নিরোধক আইনে সর্বনিম্ন ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
টিএইচ