বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধামরাইয়ে ঢাকা জেলা পরিষদের ৫ উন্নয়ন কাজের উদ্বোধন

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে ঢাকা জেলা পরিষদের ৫ উন্নয়ন কাজের উদ্বোধন

ধামরাই উপজেলায় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে মোট ২ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে মোট ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

রোববার (৩১ ডিসেম্বর) ধামরাইয়ের পৌর মহল্লার কুমড়াইল এলাকায় বাইতুল আমিন জামে মসজিদ নির্মাণ, ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর এলাকায় হাজীপুর গুচ্ছগ্রাম জামে মসজিদ নির্মাণ ও হাজীপুর বায়তুল মামুর জামে মসজিদ উন্নয়ন, ভাড়ারিয়া ইউনিয়নের মসজিদ নির্মাণসহ কুশুরা ইনিয়নের বান্নাখোলা বাহারুন্নেসা মহিলা মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। 

এসময় তিনি বলেন, আ.লীগ ক্ষমতায় আছে বলেই এতো উন্নয়ন সম্ভব হচ্ছে। তিনি দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্য দোয়া কামনাও করেন। এসময় জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তার, সানোয়ার হক সুজন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

টিএইচ