রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে মিথিলা খাতুন (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ধুনট সদর ইউনিয়নের রত্নিপাড়া গ্রামের মহব্বত আলীর মেয়ে। মঙ্গলবার (১৬ মে) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৬ মে) মিথিলা খাতুনের পরিবারের লোকজন নিজ ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে চাল উড়ানোর কাজ করছিল। 

অসাবধানতাবসত বিদ্যুতের সংযোগ লাইনের তার ছিদ্র হয়ে টিনের ঘরের বেড়ার সঙ্গে লেগে সম্পুর্ণ ঘর বিদ্যুতায়িত হয়। শিশু মিথিলা খাতুন ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের বেড়ার সঙ্গে রাখা সাইকেল স্পর্শ করা মাত্রই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

টিএইচ