বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধুনটে বিয়ের সাত দিন পর নববধূর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে বিয়ের সাত দিন পর নববধূর আত্মহত্যা

বগুড়ার ধুনটে বিয়ের সাত দিন পর সুমাইয়া আক্তার বাসনা (১৫) নামে এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৮ মে) সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাসনা ওই গ্রামের বাদশা প্রামাণিকের মেয়ে। এ ঘটনার বিবরণ থানা পুলিশকে লিখিত অবগত করে বাদশা প্রামাণিত।

লিখিত বিবরণে জানা যায়, গত ৯ মাস আগে প্রেমের সম্পর্ক করে বাদশা প্রামাণিকের মেয়ে সুমাইয়া আক্তার বাসনাকে বিয়ে করে পার্শ্ববর্তী সরুগ্রাম পশ্চিমপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন। বিয়ের কিছুদিন পর পারিবিরিকভাবে মেনে নেয় বাদশা প্রামাণিকের পরিবার। 

সংসার চলাকালীন অবস্থায় চলতি বছরের গত ১৫ এপ্রিল সাংসারিক বিষয় নিয়ে স্ত্রী বাসনাকে মারধর করে স্বামী বিপ্লব হোসেন। রোববার (২৮ মে) সকালে ঘর থেকে বের হয়ে বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে বাসনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা চাঁনমনি। 

পরে তার ডাক চিৎকারে পরিবারের সবাই এগিয়ে এসে মাটি নামানোর পর বুঝতে পারে বাসনার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানায় লিখিতভাবে অবগত করে নিহত বাসনার বাবা বাদশা প্রামাণিক।

ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ