বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধুনটে যুবকের আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে যুবকের আত্মহত্যা

বগুড়ার ধুনটে শিহাবুল ইসলাম (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের ইউনুস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে শিহাবুল। পরে তাকে অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে তার মৃত্যু হয়। টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে ঋণ দেনার মানসিক চাপ থেকে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিএইচ