বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধোবাউড়ায় বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ৫

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ধোবাউড়ায় বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ৫

ময়মনসিংহের ধোবাউড়ায় বিশেষ ক্ষমতা আইনে পাঁচজন ও গণধর্ষণ মামলার আসামি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩)/২৫ ধারায় রোববার (১০ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুলের নির্দেশনায় হামলাকারী উপজেলার সিঙ্গুরা গ্রামের মাসুদ আহমেদ, গিলাগড়ার মঞ্জুরুল হক, গলইভাঙ্গার নজরুল ইসলাম, পশ্চিম গামারীতলার শফিকুল ইসলাম ও কেশিয়াপাড়া গ্রামের নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণ মামলার আসামি গামারীতলা ইউনিয়ন লাঙ্গলজোড়া গ্রামের আবু তাহের গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ