শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে বালুবাহী ট্রলার জব্দ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে বালুবাহী ট্রলার জব্দ

ময়মনসিংহের ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে বালুবাহী ট্রলার জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গামারীতলা ইউনিয়নের রংসিংহপুর নেতাই নদীর রাবারড্যামের উপর থেকে চারটি ট্রলার ও চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। 

শাহজাহান খান ও মাজেদুল ইসলামসহ বেশকয়েকজন বালু ব্যবসায়ী ট্রলারে করে বালু নেয়ার সময় ট্রলারের পাখায় টিউবটি ছিড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। 

ঘটনার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। ধোবাউড়া দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁওসহ সাত ইউনিয়নের কৃষকদের কৃষিক্ষেতে পানি সেচের একমাত্র ভরসা এই রাবার ড্যামটি ছিঁড়ে যাওয়ায়, বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে জানান স্থানীয়রা। 

বালু ব্যবসায়ীদের অসচেতনতার কারণে হাজার হাজার কৃষক হুমকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড রনসিংহপুর সমবায় সমিতির সভাপতি নূরুল ইসলাম খাঁন ও সাবেক সভাপতি জাহাঙ্গীর খাঁন বলেন, ট্রলারগুলো এখন সমিতির জিম্মায় রাখা হয়েছে। 

রাবার ড্যামের উপর দিয়ে যাতে ট্রলার চলাচল করতে না পারে সে বিষয়ে কর্তৃপক্ষ সজাগ থাকার পরও যারা এ দেশের ক্ষতি করেছে তার খুঁজে বের হবে।

টিএইচ