বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নওগাঁয় অপহরণকারী আটক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় অপহরণকারী আটক

নওগাঁর রাণীনগর থানা পুলিশ মামলা রুজু হওয়ার দেড় ঘণ্টার মধ্যেই অপরহরকারী হাবিবুর শেখকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। গত শুক্রবার হাবিবুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতের মাধ্যমে হাজতে পাঠানোর বিষয়টি জানিয়েছেন থানার ওসি (তদন্ত) মাসুদ মেহেদী (দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা)।  

এসময় তিনি বলেন, উপজেলার বলিদাগাছী গ্রামের আনোয়ার হোসেনের (৫০) মেয়ে মোছা. আমিরা আফছানা (১৭) পার্শ্ববর্তী আদমদীঘি থানাধীন চাঁপাপুর বাজারস্থ একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। 

মাদ্রাসায় যাওয়া আসার পথে পার্শ্ববর্তী আত্রাই উপজেলার মাড়িয়া গ্রামের নজরুল শেখের ছেলে হাবিবুর শেখ (২২) মেয়েকে রাস্তাঘাটে একা পেয়ে প্রেমের প্রস্তাবসহ বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে আসতো। 

গত ০২ সেপ্টেম্বর বাড়ির সামনে মেয়েকে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে হাবিবুর তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে মেয়ের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজে মেয়েকে না পেয়ে মেয়ের বাবা গত ০৫ সেপ্টেম্বর রাতে থানায় মামলা করেন। মামলার পর অপরহরণকারী হাবিবুরকে আত্রাই উপজেলা থেকে আটক করা হয়। 

টিএইচ