বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

নওগাঁয় জুলাই বিপ্লবের শহীদ পরিবারে ঈদ উপহার প্রদান

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় জুলাই বিপ্লবের শহীদ পরিবারে ঈদ উপহার প্রদান

নওগাঁয় জেলা প্রশাসকের পক্ষ থেকে রমজানের পবিত্রতা ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জুলাই বিপ্লবের বীর শহীদ পরিবারের মধ্যে ঈদ উদযাপন উপকরণ ও ভালোবাসা পৌঁছে দিলেন ইউএনও ইবনুল আবেদীন ।

নওগাঁ সদর উপজেলার শহীদ আস সবুর, বিপ্লব মন্ডল, মাহফুজ আলম শ্রাবনের পক্ষ থেকে তাদের পরিবার এ ঈদ উপহার গ্রহণ করেন।  ইউএনও উপস্থিত থেকে শহীদ পরিবারের খোঁজখবর নেন। নওগাঁ জেলায় মোট  শহীদের সংখ্যা ৯ জন। তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব উপজেলায় সব শহীদদের এ ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাদনান সাকিব, মেহেদী হাসান, মমিনুল ইসলামসহ অন্যরা। এই উপহার পেয়ে শহীদ পরিবার কৃতজ্ঞতা ও উষ্ণ ভালোবাসা প্রকাশ করেন।

টিএইচ