নওগাঁয় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মঙ্গলবার (২৫ মার্চ) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যমুনা ব্যাংকের সহযোগিতায় জেলা প্রশাসন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের রাজশাহী বিভাগের জোনাল ম্যানেজার মো. হাসানুর রহমান, বেলকন গ্রুপের জিএম জাফরুল্লাহ আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এস.এম রায়হানুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ৩০০ অসহায় মানুষের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন- যদি সরকারের পাশাপাশি এই নওগাঁ শহরের সর্ঙ্গেবান মানুষ যারা আছেন তারা এ অঞ্চলের অসহায়, দুস্থ ও অতিদরিদ্র মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের সমাজে কেউ অস্বচ্ছল থাকবে না।
বিশেষ করে ঈদের সময় যদি বিত্তবানরা নিজ নিজ এলাকার অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় তাহলে কোন গরীব মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতো না।
যমুনা ব্যাংকের মতো দেশের সকল ব্যাংকগুলোকে দেশের গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে বিভিন্ন উৎসব ও প্রাকৃতিক দুর্যোগের সময় দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
টিএইচ