বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁর আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে। অভিযুক্তের নাম ফরিদুল রেজা ফরিদ (৫৮)।

রোববার (১২ মার্চ) নওগাঁ দ্বিতীয় আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ফরিদ নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মণ্ডলের ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট আব্দুল বাকী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ এপ্রিল রাতে শয়নকক্ষে আসামি ফরিদ স্ত্রী শামীমা আক্তারকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। এসময় নিহতের মেয়ে দিপা চিৎকার শুরু করলে তাকেও হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে জখম হয়।

পরে নিহতের ভাই কাঞ্চন হাওলাদার নওগাঁ সদর থানায় মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালতে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকী বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত হয়। আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ড দেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ বলেন, ফরিদুল রেজা ফরিদ মানষিক ভারসাম্যহীন। উচ্চ আদালতে আপিল করা হবে।

টিএইচ