শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

নকলা পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

নকলা (শেরপুর) প্রতিনিধি 

নকলা পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

শেরপুরের নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) পৌরসভার মিলনায়তনে পৌরমেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্ভাব্য বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল হাসান আজাদ। 

পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য মোট ৬৪ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৮৬৫ টাকা সম্ভাব্য আয় ও ৬২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। সম্ভাব্য এ বাজেটে ১ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৮৬৫ টাকা উদ্বৃত্ত (মূলধন) রাখা হয়েছে।

এ বাজেটে রাজস্ব খাতে ১২ কোটি ১৪ লাখ ২ হাজার ৪৩০ টাকা সম্বলিত সম্ভাব্য আয় ও ১১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা সম্বলিত ব্যয় ধরা হয়েছে। তাছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয়ের আশা করা হয়েছে ৫২ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৬০ লাখ টাকা। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েলসহ পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারীরা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা, নকলা প্রেস ক্লাবের নেতারাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ