শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আলী হোসেন (৫৫) নামে এক কৃষক খুন হয়েছে। শুক্রবার (৫ মে) এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে চরবশন্তী গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরবসন্তী গ্রামের সেলিম মিয়ার এক খন্ড জমি নিয়ে পার্শ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বিরোধ চলে আসছিলো। এ জমি চাষ করেছিলো বর্গাচাষী আলী হোসেন। ওই জমিতে আজ ধান কাটতে যায় আলী হোসেন। কিন্তু ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী ও শওকত হোসেন এবং তাদের লোকজন।
এনিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের আরও অন্তত ৫ জন আহত হয়।
আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে নিহত আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ নিশ্চিত করেন।
টিএইচ